বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত দুইজনের পরিচয় শনাক্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। তারা হলেন-মো. সজীব ও তাজেল। তাদের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর। র‌্যাব বলছে, ওই দুইজন ডাকাতদলের সদস্য। এই গ্রæপটি রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল। মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার সড়কে র‌্যাব-১০ এর একটি দলের সঙ্গে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যাচ্ছিল না। ডাকাতির প্রস্তুতির সময়ে বন্দুকযুদ্ধের কথা বলা হলেও র‌্যাব নিহত দুইজনের নাম-পরিচয় নিশ্চিত হতে পারছিল না। তবে মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, পুরনো রেকর্ড এবং স্থানীয় লোকজন ও থানা পুলিশের মাধ্যমে নিহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত সজীব ও তাজেল তালিকাভুক্ত ডাকাত ছিল। গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল তারা। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গোলাগুলির সময়ে সজীব ও তাজেলের দলের কয়েকজন পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। র‌্যাবের ভাষ্য, মঙ্গলবার ভোরে র‌্যাব-১০ এর একটি দল ঝিলমিল আবাসিক এলাকায় টহল দিচ্ছিল। ওই এলাকায় একটি সন্ত্রাসী দল ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে টহল দলের সামনে পড়ে। তখন তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গোলাগুলি চলাকালে সন্ত্রাসীদের একটি দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুইজনকে পাওয়া যায়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশি অস্ত্র পাওয়া গেছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুইজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত তাদের কোনো স্বজন খোঁজ নিতে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com