বজ্রকথা ডেক্স।- ১৭ আগষ্ট ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এয়ার বাবল চুক্তির আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সাথে বিমান চলাচল শুরু হবে।
মন্ত্রী বলেছেন, বাংলাদেশে অনেক রোগীর দিক থেকে প্রচুর চাহিদা রয়েছে, সেজন্য আমরা ভারতকে অনুরোধ করেছিলাম। ভারত এ ক্ষেত্রে রাজি হওয়ায় তাদের ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য,গত বছরের অক্টোবরে করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারতের সাথে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু চলতি বছরের এপ্রিলে মহামারীর কারণে ভারতে করোনা বিপর্যস্ত পরিস্থিতিতে ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
Leave a Reply