রংপুর থেকে প্রতিনিধি।- রংপুরে জাতীয়তাবাদী যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান রুহুল আমিন আকিল।
যুবদল রংপুর বিভাগীয় সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, রংপুর বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মানিক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন। এছাড়াও সভায় রংপুর বিভাগের নয়টি জেলার বিভিন্ন ইউনিটের বর্তমান কর্মকাÐ ও পরবর্তী করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন, রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম মাসুদ, লালমনিরহাট জেলা যুবদলের আহŸায়ক সাইদুর রহমান মিঠুল, সদস্য সচিব আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম রুবেল, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পঞ্চগড় জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবু, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক তারেক আজিজ প্রমুখ।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের হাতে দেশের মানুষ আজ জিম্মি হয়ে আছে। এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণকে প্রস্তুুত থাকতে হবে। ঘোষণা আসা মাত্রই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এসময় বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply