এল এইচ আকাশ।- দিনাজপুরের উপশহর আট নম্বর মাঠে বৈকালী সংঘ এর আয়োজনে ফুটবল টুুর্নামেন্ট ২০২১ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
০১ অক্টোবর ২০২১ শুক্রবার বিকাল ৪ টায় ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর চুড়ান্ত খেলায় জনি একাদশ কে ২ গোলে পরাজিত করে শেখপুরা শহিদুল্লা স্মৃতি একদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী শেখপুরা শহিদুল্লা স্মৃতি একদশ এর হাতে প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। এসময় উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সভাপতি ইব্রাহীম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, টুনামেন্টের আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম জনি প্রমুখ।
উল্লেখ্য, শেখপুরা শহিদুল্লা স্মৃতি একদশের হয়ে পলাশ ও কাদের একটি করে গোল করলে জনি একাদশ গোল না করতে পারায় শেখপুরা শহিদুল্লা স্মৃতি একদশ বিজয়ী হয়ে মাঠ ছাড়েন।
Leave a Reply