শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সরকার উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছে, উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। ধর্মকে ব্যবহার করে যারা লুটপাট অগ্নিসংযোগ নির্যাতনের সাথে জড়িত তারা আর কেউ নয়, তারা সেই স্বাধীনতাবিরোধী চক্র। তারা কোনভাবে ছাড় পাবে না। দেশে শান্তিপূর্ণ অবস্থান কে যারা অশান্ত করে তুলেছে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, তারাই বিভিন্ন সময় দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায়। তাদের এই অপচেষ্টা কখনই সফল হবে না।

৫ অক্টোবর ২০২১ শুক্রবার দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর আয়োজনে দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে গিরি গোবর্ধন পুজা, গো-পূজা অন্নকুট মহোৎসব উদযাপন উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেছেন।

গুঞ্জাবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ্ বিক্রমীরামদাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসি বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন যোশর শ্রীশ্রী রুপসনাতন স্মৃতি তীর্থ ধাম ইস্কন এর শ্রীপাদ ড. মুক্তিদায়ীী নিতাইদাস ব্রহ্মচারী, বিশেষ আলোচক ছিলেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ। ধর্মীয় আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইস্কন ইয়ুথ ফোরাম এর পরিচালক শ্রীমান সর্বাত্মা বলরাম দাস ব্রহ্মচারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com