সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

প্যারিসে শেখ হাসিনা ও ম্যাক্রোঁর একান্ত সংলাপ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

ডেক্স রিপোর্ট।-৯ নভেম্বর/২১ মঙ্গলবার প্যারিস সফরের প্রথম দিনেই অ্যালিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে মধ্যাহ্ন ভোজসভায় মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে দুই শীর্ষ নেতা একান্তে আলাপ করেছেন। এর আগে এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিন শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন ফ্রান্সের রিপাবলিকান গার্ডের সদস্যরা। পরে দুই শীর্ষ নেতা ফটোসেশনে অংশ নেন। সংবাদ মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
এদিন বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রধানমন্ত্রী জঁ কাস্তেক্সের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন
জানাযায় গতকাল দুপুরে লন্ডন থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান।
পাঁচ দিনের প্যারিস সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্ল। ওই আলোচনায় বাংলাদেশের কাছে জঙ্গি বিমান (রাফাল) বিক্রির বিষয়ে প্রাধান্য দেবেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com