শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২ ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত

ভর্তি পরীক্ষার মেধা তালিকায় মেয়েদের মধ্যে দিনাজপুর জেলায় সুমাইয়ার শীর্ষস্থান অর্জন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৪৫ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুরের মেধাবী ছাত্রী সুমাইয়া খান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ইঞ্জিনিয়ারিং ভর্তি (গুচ্ছ) পরীক্ষার মেধাতালিকায় মেয়েদের মধ্যে দিনাজপুর জেলায় শীর্ষস্থান অর্জন করেছে সে। ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাপ্রবণতা থাকায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বুটেক্স এ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েও ভর্তি হয়নি সুমাইয়া। প্রকৌশলী হয়ে নতুন কিছু আবিস্কার করে দেশকে উপহার দেওয়ার ইচ্ছা আছে তার।

মেধাবী ওই ছাত্রী দিনাজপুর শহরের মির্জাপুর বাসটার্মিনাল এলাকার মো. শহিদুল ইসলাম খান ও শামা খান এর দুই মেয়ের মধ্যে দ্বিতীয়। বাবা দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মরত আর মা একজন গৃহিণী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া খান শৈশব থেকেই লেখাপড়ায় প্রচুর মনোযোগী। শহরের ঐতিহ্যবাহি কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ পায়। এরপর দিনাজপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় করোনার প্রাদুর্ভাবে অটোপাস হতে হয়। এই অটোপাসে দুই মার্কস কম থাকায় সে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানান তার বাবা।

গত ১৩ নভেম্বর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথেই উত্তীর্ণ হয়েছে সে। এতে দিনাজপুর জেলায় মেয়েদের মধ্যে মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করে। সুমাইয়া একজন ভালো প্রকৌশলী হতে চান। সেইসাথে নতুন কিছু আবিস্কার করে দেশকে উপহার দেওয়ার ইচ্ছা আছে তার। এ জন্য সকলের কাছে দোয়া চেয়েছে সে।

মেধাবী ওই শিক্ষার্থীর বাবা ও মা জানান, দুই সন্তানদের মধ্যে বড় মেয়ে সানজিদা খান নর্থসাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছে। আর ছোট মেয়ে সুমাইয়া খান এ বছর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কৃতিত্বের সাথেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এছাড়াও ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাপ্রবণ থাকায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বুটেক্স এ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েও ভর্তি হয়নি সুমাইয়া। এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৫.৫০ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পায়নি সে।

তারা বলেন, ছোট বেলা থেকেই সে বইয়ের সাথে সখ্যতা গড়ে তোলে। সেই সখ্যতায় নিজেকে গড়ে তুলতে থাকে সুমাইয়া। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ক্লাসে শীর্ষস্থান ধরে রাখাটাই ছিল তার কাছে চ্যালেঞ্জ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষামুলক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েও পেয়ে যেতো সেরার পুরস্কার। সুমাইয়ার বাবা-মা তাদের মেয়ের এই সাফল্যে স্কুল ও কলেজসহ কোচিং একাডেমির সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com