এবিএম মুছা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (০৪ই জানুয়ারি) দলের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বিরামপুর ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল র্যালী ও শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনায় দোয়া মাহফিল, বঙ্গবন্ধু মুরালে পূষ্প অর্পণ ও কেক কাটা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সাথে কেক কাটেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাহরিয়ার ফেরদৌস হিমেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুণ্ডু ও নাড়ু গোপাল কুণ্ডু, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মানিক, আব্দুর রহমান রয়েল, মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম,সাবেক ছাত্রলীগের নেতা পলাশ,জিয়া আনসারি প্রমূখ। এসময় উপজেলা ও পৌর শাখার ছাত্রলীগ,আওয়ামীলীগ ও অংগ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply