মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২১ অপরাহ্ন

রংপুরের শিক্ষার্থী শাহিনের দায়িত্ব দিলো জাতীয় ছাত্রসমাজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

হারুন উর রশিদ।- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারেনি শাহিন আলম নামের এক শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজ। মঙ্গলবার রাতে শিক্ষার্থী শাহিনের সাথে দেখা করে তার ভর্তির যাবতীয় খরচ বহনের কথা জানান ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন।
খোঁজ নিয়ে জানাগেছে, শাহিন আলম রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষুপুর ইউনিয়নের ১ নং বুজরুত বাকবার এলাকার ভ্যান চালক তছির উদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাই একটি ফ্যাক্টারিতে কাজ করলেও করোনা ভাইরাসের সময় চাকরী হারান। আর অর্থের অভাবে বোন পড়াশুনা করতে পারেনি। এর মধ্যেই তার মায়ের চোখের সমস্যার দেখা দেয়। ভুমিহীন হওয়ায় অন্যের জমিতে এতদিন বসবাস করলেও এখন মামার বাড়িতে বসবাস করছেন। এর মধ্যেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে ৬৮তম স্থান লাভ করে। সেখানে ভর্তি হতে দশ হাজার টাকা প্রয়োজন পড়ে। যা শাহিন বা তার পরিবারের দেয়ার সামর্থ্য নেই। এর আগে সে খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও অর্থের অভাবে সেখানে ভর্তি হতে পারেনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দুশ্চিতায় পড়ে শাহীন। এরই মধ্যে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজ বিষটি জানতে পেরে মঙ্গলবার রাতে শিক্ষার্থী শাহিনের সাথে দেখা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন। পরে তিনি শাহীনের ভর্তির যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন এবং পাশে থাকার প্রতিশ্রæতি দেন।

শিক্ষার্থী শাহিন আলম জানান, তার বাবা ভ্যান চালক। সেই সাথে ভুমিহীন। ছোটকাল থেকেই অনেক কষ্ট করে পড়াশুনা করেছে। দিনমজুরী করেছে, অন্যের কাজ করেছে, টিউশনী করিয়ে স্যারদের সহযোগিতায় আজ এতদুর এসেছে। কিন্তুু অর্থ সংকটের কারণে তার সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছিল। বেশকয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেয়েও ভর্তি হতে পারিনি। এমন পরিস্থিতিতে জাতীয় ছাত্রসমাজ তার পাশে দাড়ানোয় সে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে বেে ছে আমার মায়ের স্বপ্ন হলো প্রশাসন ক্যাডার হওয়ার। আমি আমার মায়ের স্বপ্ন পূরন করতে চাই।
এব্যাপারে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমাদের দেশের সব খানেই মেধাবী শিক্ষার্থী থাকেন তাদের আর্থিক স্বচ্ছ্যলতা না থাকায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও ভর্তি হতে পারে না। শাহিন আলম একজন বেধাবী ছাত্র। শুধু বেগম রোকেয়া নয়, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে কোথাও ভর্তি হতে পারে নাই। সামান্য কিছু অর্থের কারণে শাহিনের পড়াশুনার পথ বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বিষয়টি জানতে পেরে শাহিনের সঙ্গে যোগাযোগ করে তার ভর্তির সকল ব্যয়ভার গ্রহণ করার কথা জানাই। সেই সাথে তাকে আশস্ত করি শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি নয় তার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সিটের ব্যবস্থাও করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com