শনিবার, ১১ মে ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

পার্বতীপুর রেলওয়ে জংশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১২টি টিকেটসহ কালোবাজারি গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১২৯ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি।- আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করতে গিয়ে ১২টি বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট সহ মোঃ আনিসুর রহমান (৫৭) নামক এক টিকেট কালোবাজারি পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রেলওয়ে পুলিশ টিকেট ও দুটি মোবাইল ফোন সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। আজ বুধবার সকালে গ্রেফতার কৃত টিকেট কালোবাজারি কে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টা ২০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের টিকেট কাউন্টারের সামনে থেকে টিকেট কালোবাজারি করা কালীন সময় ঢাকা গামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের এবং বিভিন্ন তারিখের ১২ টি টিকেট ও দুটি মোবাইল ফোন সহ টিকেট কালোবাজারি মোঃ আনিসুর রহমান কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের মরহুম নজির হোসেনের পুত্র।

এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ২, তারিখ- ২৫/০১/২০২২)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com