রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

ঘন কুয়াশায় ট্রাক-অটো রিকশার সংঘর্ষ চালক নিহত আহত- ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৮ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ সারাই এলাকায় ঘন কুয়াশায় কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তুরাগ মিয়া (১৬) নামে এক কিশোর অটোচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সদ্য এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন।সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ সারাই ইউনিয়নের সারংগপুর গ্রাম এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোচালক তুরাগ মিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬) ও একই পৌরসভার দালালহাট স্কুলপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া (৪৫)।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) সালাম মিয়া। তিনি জানান, সোমবার সকালে ঘন কুয়াশার কারণে হারাগাছ-রংপুর সড়কের বাঁকের এ প্রান্ত থেকে অপর প্রান্ত কিছু দেখা যায় না। আর এ কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোচালক মারা যায় এবং আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুরাগ সোমবার সকালে দুজন যাত্রী নিয়ে অটোরিকশায় রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি উল্লেখিত এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগ মারা যান।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, তুরাগ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সে অটোরিকশাটি চালিয়ে পরিবারের বাবা মা ও ভাইবোনদের খাবার জোগান দিত। সকালে তুরাগ অটোরিকশাটি নিয়ে যাত্রী নিয়ে রংপুর যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়। পরে দুপুরে মেডিকেলে সে মারা যায়। সড়ক দুর্ঘটনায় পরিবারটি তার একমাত্র উপার্জনক্ষম ছেলে ছেলেকে হারিয়ে ফেলে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com