পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- ৩১ জানুয়ারী সোমাবার পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ও ১২ নং মিঠিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠভাবে ভোট গ্রহন করা হয়। এই দুই ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন করা হয়েছে। এদিন এলাকার ভোটারগণ তাদের ভোটধীকার প্রয়োগ করেন। এই নির্বাচনে ১২নং মিঠিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান ফারুখ আহমেদকে হারিয়ে সতন্ত্র প্রার্থী (প্রতীক ঘোড়া) ফরহাদ মন্ডল নির্বাচিত হয়েছেন। অপর দিকে ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মোদাবেরুল ইসলাম সাজুকে হারিয়ে নির্চাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান সেলিম।
উল্লেখ্য পীরগঞ্জ উপজেলায় অনেক কাঠ খড় পোড়ানোর পরও মিঠিপুর ও বড় আলমপুর ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে।
Leave a Reply