নিজস্ব প্রতিবেদক।-দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সীমাহীন দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগর ও জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় নগরীর গ্র্যান্ডহোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে আসলেই পুলিশ মিছিলে বাঁধা দেয়। এসময় মহিলা দলের নেতাকর্মীদের সাথে পুলিশের বাক বিতন্ডা হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগর মহিলাদলের সাধারন সম্পাদক আরজানা বেগম আভিযোগ করে বলেন, মানুষ আজ সীমাহীন দুখঃকষ্টে আছে। পরিবার পরিজন নিয়ে তারা বাচঁতে চায়। এই সরকার তাদের সেই অধিকার কেড়ে নিয়েছে। দূর্নীতি সরকারের প্রতিটি বিভাগে। নিত্য পন্যের দাম বাড়িয়ে সরকারের লোকজন আঙ্গুল ফলে কলাগাছ হয়েগেছে। মানুষের আহাজারী সরকারের কানে যায়না।কারন সরকারের জনগনের ভোটের প্রয়োজন নাই।দেশ বাচাঁতে মানুষ বাচাঁতে জাতীয়তাবাদী মহিলা দলের গনতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে পুলিশ দিয়ে বাধাঁ দিচ্ছে। সরকার বুঝতে পেরেছে দেশের মানুষ জেগে উঠেছে। যে কোন মূহুর্তে গন বিক্ষোভ হতে পারে। সেদিন আর বেশী দুরে নয় যেদিন আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারব। আমদের নেতা আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান বীরের বেশে দেশে আসবে। এই সরকারের হাত থেকে দেশ ও মানুষ বাচাঁতে জাতীযতাবাদী মহিলা দল যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। মহানগর মাহলা দলের সিনিয়র সহ সভাপতি সেলিনা জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাারণ সম্পাদক রওশন আরা রতœা, সিনিয়র সহ সভাপতি রানী বেগম,সহ সভাপতি সেলিনা পারভিন,জোবেদা বেগম যুগ্ম সম্পাদক কানিজ ফাতেমা পারুল প্রমুখ। এসময় মহানগর ও জেলা মহিলা দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply