পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে রাশেদের বাড়িসংলগ্ন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নাইমা খাতুন (২) ও তাসপিয়া খাতুন (দেড়) নামের দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শানেরহাট ইউনিয়নের দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু মোছাঃ তাসপিয়া খাতুন ওই এলাকার রাশেদ মিয়ার কন্যা নাইমা আক্তার পার্শ্ববতী মিঠাপুকুর থানার রাশেদ মিয়ার কন্যা। নাইমা নানীর মায়ের বাড়িতে তার নানীর কাছে লালন পালন হচ্ছিল তার মা-বাবা গাজীপুরে পোষাক কারখানায় চাকুরী করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দুপুরে খেলছিল। দুপুর থেকে পরিবারের লোকজন শিশু দুটিকে বাড়িতে খুঁজে পাচ্ছিল না।
ইউপি চেয়ারম্যান মেজবাহুর রহমান বলেন, অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা বাড়িসংলগ্ন পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরিবারের লোকজনের ধারণা, শিশু দুটি খেলতে খেলতে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে মারা গেছে। জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপির নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিশুর পরিবার প্রতি দাফনকার্য সম্পাদনের জন্য ৫ হাজার টাকা প্রদান করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পরিদর্শন করছি। লাশ দুটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply