নিজস্ব প্রতিবেদক।- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় দিনাজপুরের দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সস্পাদক আহমেদ শফি রুবেল।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি সাইফুল্ল্যাহ চৌধুরী। বক্তব্য দেন সহ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক আকতারুজ্জামান তুহিন, কমিটির সদস্য বাবু, জাহাঙ্গীর, পৌর কমিটির সদস্য সচিব সোয়েব, পার্বতীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গফুর, চিরিরবন্দর উপজেলা কমিটির সাধারন সম্পাদক নুরুল আমিন শাহ, সমাজ কল্যান সস্পাদক মানিক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলমসহ অন্যান্যরা। কোরআন তেলাওয়াত দোয়ার মাহফিল পরিচালনা করেন পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন।
আগামীর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে সংগঠনকে শক্তিশালী মাঠ করতে পর্য্যায়ে সাংগঠনিক কাঠামো জোরদার ভাবে গড়ে তুলতে জোর দিয়েছেন তারা।
Leave a Reply