রংপুর থেকে সোহেল রশিদ।- দীর্ঘ পাঁচ বছর পর রংপুর জেলা ও মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ঘোষিত জেলা বিএনপির কমিটিতে বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল ইসলামকে আহŸায়ক এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকুকে সদস্য সচিব করা হয়েছে। জেলার ৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী সিনিয়র যুগ্ম আহŸায়ক হিসেবে মনোনীত হয়েছেন।
এছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামুকে আহŸায়ক ও মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে সদস্য সচিব করে ৪২ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর বিএনপির আহŸায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন এই কমিটিতে মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু সিনিয়র যুগ্ম আহŸায়ক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ যুগ্ম আহŸায়ক পদে রয়েছেন।
গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে রংপুর জেলা ও মহানগর বিএনপির আহŸায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
রংপুর জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, মোহাম্মদ আলী সরকার, সাইদা রহমান জোসনা, ওয়াহেদুজ্জামান মাবু, এমদাদুল হক ভরসা, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, মামুনুর রশিদ মামুন, কাজী খয়রাত হোসেন, মিজানুর রহমান রন্টু, সাখাওয়াত হোসেন শাহান, আমিনুল ইসলাম রাঙ্গা, সাজেদুর রহমান রানা, এ্যাড. শফি কামাল, মোকাররম হোসেন সুজন, বজলুর রহমান বাদল, ফিরোজ আলম, মাহফুজার রহমান মিঠু, গোলাম রাব্বানী, আখেরুজ্জামান মিলন, মোনায়েম ফারুক, মতিয়ার রহমান, নাজির হোসেন ( চেয়ারম্যান), হারুন অর রশিদ, লিটন পারভেজ, শামসুল হক ঝন্টু, হুমায়ন কবির মানিক, মাহমুদুন্নবী পলাশ, মোস্তাফিজার রহমান বিপু, আনোয়ার শাহাদত, মাশুক জালাল রাহাত, নাজমুল হুদা, মোতাহারুল ইসলাম নিকসন পাইকার ও আবু হানিফ বোচা।
এছাড়া রংপুর মহানগর বিএনপির ঘোষিত কমিটিতে সদস্যের তালিকায় রয়েছেন- রিটা রহমান, রুহুল আমিন বাবলু, কাওছার জামান বাবলা, নূর মোহাম্মদ (বীর মুক্তিযোদ্ধা), সুলতান আলম বুলবুল, সালেকুজ্জামান সালেক, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, আনছার আলী (বীর মুক্তিযোদ্ধা), মোস্তাফিজার রহমান মোস্তফা, অধ্যক্ষ মকবুল হোসেন, অধ্যাপক ডা. আকমল হাবিব চৌধুরী, মির্জা বাবর বাবলু, আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, রাশেদ উন নবী খান বিপ্লব, এ্যাড. একরামুল হক, আব্দুস সালাম, জামিল খান, সরোয়ার হোসেন, সেলিম চৌধুরী, সামসুদ্দোহা সাজু, আরজানা সালেক, রেজাউল ইসলাম লাবলু, নাজমুল আলম নাজু, ডা.নিখিল শংকর গুহ রায়, মোহসিন আলী, প্রভাষক শাহিনুল ইসলাম, কাজী পেনন, আব্দুস সালাম মিয়া, আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, আবু আলী মিঠু, রফিকুল আজাদ, রফিকুল ইসলাম রফিক, আব্দুল খালেক, শাহ নেওয়াজ লাবু, প্রভাষক আবেদ আলী, এ্যাড, ফরিদুল গণি রুবেল ও হারুন অর রশিদ হারুন।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ২৬ মে কোনো সম্মেলন ও কাউন্সিল ছাড়াই রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছিল। ওই কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও রইছ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে (প্রয়াত) সভাপতি ও শহীদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপি কমিটি গঠন করা হয়েছিল।
গত বছরের ১৯ ফেব্রæয়ারি রংপুরের একটি হোটেলে জেলা বিএনপির নেতাদের সাথে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে নতুন আহŸায়ক কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা ও তৃণমূল পর্যায়ে কমিটি না করাসহ বিভিন্ন কারণে রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের আভাস দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার রংপুর জেলা ও মহানগর বিএনপির পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া কেন্দ্রীয় বিএনপি।
এদিকে নতুন কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply