রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

লিটলম্যাগ বিন্দু’র সৈয়দ সাখাওয়াৎ সংখ্যা প্রকাশের ঘোষণা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৭৩২ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন বিন্দু কবি সৈয়দ সাখাওয়াৎকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়েছে৷ গত ৮ আগস্ট কবির জন্মদিনে এ ঘোষণা দেয় বিন্দু ৷ ২০০৬ সাল থেকে বাংলা ভাষার এই লিটলম্যাগটি সম্পাদনা করছেন কবি সাম্য রাইয়ান৷ ইতোপূর্বে প্রকাশিত উৎপলকুমার বসু সংখ্যা, মাসুমুল আলম সংখ্যা সহ অনেক সংখ্যাই বিদগ্ধ পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে৷
ম্যাগাজিনটির অফিসিয়াল ওয়েবসাইট www.bindumag.com এ প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, “একজন নিভৃতচারী কবি যখন মূলত লিটল ম্যাগাজিনকে আশ্রয় করে দীর্ঘদিন ধরে লিখেন, লিখে চলেন, কোনরকম পুরস্কার বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির তোয়াক্কা না করে, তখন একটি লিটল ম্যাগাজিনেরই দায় বর্তায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের ৷ নিজ কাব্যগুণে বিশিষ্ট এই কবির কাব্যসত্তার অন্তর্জগত অবলোকন, উন্মোচন ও মূল্যায়নের ইচ্ছা থেকে ‘বিন্দু’র (অনলাইন সংস্করণ) বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে৷”

ঘোষণায় সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতা সম্পর্কে বলা হয়েছে, “একদিকে আধুনিক মনন চিত্রকল্প, হতাশাবিধৃত সাম্প্রতিক কাল, অপরদিকে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশের প্রতি গভীর অনুরাগ ফুটে ওঠে সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতায়৷ সমস্ত মানুষের সুখ-দুঃখ থেকে নিজের সুখ-দুঃখকে আলাদা করে নয়, বরং একসঙ্গে বেদনার কথা সহজাত ভঙ্গিমায় বিবৃত করেন এই কবি৷ যেখানে অনুভব ধ্বণি হয়ে ওঠে সেখানেই তাঁর কবিতা৷
তীব্র বেদনায় তিনি কখনো সোচ্চার, কখনো বা দেশ ও সমাজের বিবর্তন তাঁর কবিতায় অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে ৷ ছন্দে দখল, বক্তব্যে, গঠনরীতিতে, সাবলীলতা তাঁর কবিতার প্রাণ৷ ব্যক্তিগত আনন্দ-বেদনা থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক ঘটনাবলীকে সৈয়দ সাখাওয়াৎ প্রতীকের ব্যাঞ্জনায় ভূষিত করেছেন৷”

উল্লেখ্য, সৈয়দ সাখাওয়াৎ ১৯৭৮ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়৷ পিতা কবিতা লিখতেন, মা ছিলেন কথাসাহিত্যের নিবিড় পাঠক৷ বই পড়ার হাতেখড়ি মায়ের কাছেই৷

লেখালেখির শুরু স্কুল থেকে, একুশের দেয়ালিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। ছাত্রজীবনে চট্টগ্রামের স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা ও অনুবাদ প্রকাশিত হতো। বিশ্ববিদ্যালয় জীবনের শেষদিক থেকে বাংলাদেশের বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিতভাবে লিখছেন। চট্টগ্রামের অধুনালুপ্ত লিটল ম্যাগাজিন ‘পদাতিক’ সম্পাদনার সাথে যুক্ত ছিলেন৷ বর্তমানে বিন্দু, চারবাক, শিরিষের ডালপালা, ওয়াকিং ডিসট্যান্স, দিব্যক সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট সাহিত্যপত্রে নিয়মিত লিখছেন৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর এই কবি বর্তমানে চাকুরীসূত্রে ঢাকায় থাকেন৷

আগামী সেপ্টেম্বরে সংখ্যাটি প্রকাশ পাবে৷ ১১ আগস্ট পর্যন্ত বিন্দুর ইমেইল bindumag2006@gmail.com এ প্রবন্ধ পাঠানো যাবে৷ বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.bindumag.com/2022/08/announcement-syed-sakhwat-issu.html

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com