বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ মোট ৪০ জন্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করতে  তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইকালে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গোবিন্দগঞ্জের ৩ জন, সাঘাটার ২ জন ও সুন্দরগঞ্জ  উপজেলার ১ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা নির্বাচন কার্যালয়।
বাতিলকৃতরা হচ্ছেন- সংরক্ষিত নারী আসনের  জাকারিয়া  আক্তার বিজলী ও নুরজাহান  বেগম।  এছাড়া সাধারণ সদস্য পদে আশরাফুল ইসলাম, খায়রুল বাশার, আব্দুল হান্নান আজাদ ও গোলাম কবির। তবে চেয়ারম্যান পদে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়নি বলে জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।
গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল।  প্রার্থীতা প্রত্যাহার আগামী ২৫ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। ওইদিন সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে।
জানা যায়, গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১ হাজার ১৩৪ জন ভোটার ভোট প্রদান করবেন। তাদের ভোটে ১ জন জেলা পরিষদ চেয়ারম্যান ৭ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com