সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫ দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস

চবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সজিবের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- মেধাবী শিক্ষার্থী সজিব মোদক। দরিদ্রতা ডিঙ্গিয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন। ভর্তির সুযোগও পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। চরম অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। গাইবান্ধা শহরের ব্রীজরোড মিস্ত্রীপাড়ার বাসিন্দা ও মধুবিড়ি ফ্যাক্টরির নৈশপ্রহরী সুনীল কুমার মোদকের ছেলে সজিব মোদক।   স্থানীয়রা জানায়, সজিব অত্যান্ত মেধাবী ছাত্র। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় স্থান পেয়েছেন। ডি ইউনিটে ৩৩ তম স্থান অর্জন করেছেন তিনি। এর আগে গাইবান্ধা ব্রীজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষায় বৃত্তি, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, এসএসসি ও সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন।সজীবের মা ডলি রানী মোদক বলেন, আমরা গরীব মানুষ। আমার স্বামী গাইবান্ধার দাড়িয়াপুরের মধু বিড়ি ফ্যাক্টরির একজন নৈশপ্রহরী। সামান্য বেতনের টাকায় সংসার চলে। আমি বাসায় হোমিও দোকানের ওষুধের প্যাকেট বানাই। এতে খরচ বাদে মাত্র ৫০ টাকা লাভ হয়। সংসার চালাতে হিমশিম খেতে হয়। সেখানে সন্তানের লেখাপড়া চালানোর খরচ বহন করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সজিবের বাবা সুনীল কুমার মোদক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার জন্য বই, পোশাক, যাতায়াতসহ প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার দরকার। এমতাবস্থায় এতো টাকা যোগার করা মোটেও সম্ভব নয়। এখন ছেলেটার ভবিষ্যৎ চিন্তায় নির্ঘুম রাত কাটছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com