রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

দিনাজপুরে কৃষকের মাধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার পঠিত

দিনাজপুর থেকে মোঃ ইউসুফ আলী।- দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্বির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর-২০২২ মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চও¦রে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদ্বীপ কুমার গুহ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান, জেলা প্রশিক্ষন কর্মকর্তা এএসএম সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য সদর উপজেলার ১নং চেহেলগাজী, ২নং সুন্দরবন, ৩নং ফাজিলপুর ও ৪নং শেখপুরা ইউনিয়নের ৭৫জন কৃষকের মাঝে ৫কেজি বীজ, ৫কেজি পটাস ও ১০কেজি ডেপ প্রদান করা হয়। এরপর সদর উপজেলা কৃষি অফিসে হল রুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তহিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com