রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

দিনাজপুর থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।-দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় অভিযান চালায় টাস্কফোর্সের আভিযানিক একটি দল। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এর নেতৃত্বে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় চাউলিয়াপট্টি এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো. জুয়েল (৪৬) ও অন্ধ হাফেজ মোড় এলাকার রফিক উদ্দিনের ছেলে মো. আসাদুল (৫০) কে গ্রেফতার করেছে টাস্কফোর্স।দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. জুয়েলের বিরুদ্ধে এর আগে ৫টি মাদক মামলা রয়েছে। এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক হাসিবুল হাসান, এএসআই গোলাম রব্বানী, সেলিম রেজাসহ জেলা পুলিশের সদস্যরা।অভিযান নিয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ জানান, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com