রংপুর প্রতিনিধি|-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের রংপুর মহানগর ও জেলার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মহানগরের নব গঠিত কমিটির আহবায়ক হয়েছেন ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন ও সদস্য সচিব নুর হাসান সুমন।
জেলার নব গঠিত কমিটির আহবায়ক হলেন, আল ইমরান সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ও সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম।
মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন প্রদান করেন।
সেই সাথে আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
Leave a Reply