রংপুর প্রতিনিধি।-রংপুর নগরীর তাজহাট থানাধীন আশরতপুর চকবাজার সোনালী স্বপ্ন ক্লাবের সিডিসি ভবনে বরাদ্দকৃত জায়গা পুনরুদ্ধারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্লাব প্রাঙ্গনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, ক্লাবের সদস্য খালিদ হোসেন মামুন, জেবালুর রহমান বিপ্লব, আনিসুল ইসলাম, জাহাঙ্গীর, নুরুল হক লাজু, নাহিদ পারভেজ পলাশ, সিরাজুল ইসলাম, হাদিউজ্জামান হাদী, ইসমাঈল আহমেদ মুন্না, ফরহাদ হোসেন নাহিদ, আশরাফুল আলম মাসুদ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা, অবিলম্বে সোনালী স্বপ্ন ক্লাবের বরাদ্দকৃত জায়গা ক্লাবের নামে দেয়ার দাবি জানান। অনথ্যায় আগামী দিনে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়।
Leave a Reply