রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

গাইবান্ধায দুঃস্থ ৩০০ শীতার্তের পাশে পুনাক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ছাদেকুল ইসলাম।-গাইবান্ধায় টানা শীতে স্থবির হয়ে পড়েছে দুস্থ পরিবারের মানুষ। এসব মানুষের মধ্যে ৩০০ শীতার্তের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার (২৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও গাইবান্ধার পুলিশ সুপারের সহধর্মিণী মাহবুবা আক্তার গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।সংগঠনটির উদ্যোগে রোববার রাতে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে কম্বল বিতরণ করা হয়।

এসময় মাহবুবা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের পুনাক সভানেত্রী ও ডিআইজি রংপুর রেঞ্জের সহধর্মিণী জেসমিন মাহমুদ, ডিআইজি মো. আব্দুল আলীম, জেলা পুলিশ সুপার কামাল হোসেনসহ পুনাক সদস্য ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

গাইবান্ধা পুনাকের সভানেত্রী মাহবুবা আক্তার বলেন, আমাদের এই সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। এরই অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com