রফিক প্লাবন।- সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন,বাংলাদেশ (এসএনএমবি) এর ২৬তম জাতীয় সম্মেলন দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ ২০২৩) সকালে নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্স, দিনাজপুরের আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
বাংলাদেশ পরমানু শক্তি কশিশনের প্ল্যানিং বিভাগের সদস্য ও এসএনএমবি’র সভাপতি অধ্যাপক ডা. শামিম মমতাজ ফেরদউসি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সের পরিচালক ও এসএনএমবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সাদিয়া সুলতানা ও ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্স, দিনাজপুরের পরিচালক ও এসএনএমবি’র সহ সভাপতি অধ্যাপক ডা. বি কে বোস।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, স্বাধীনতা পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরমানু গবেষনাকে ব্যাপক গুরুত্ব দিয়েছিলেন বলেই ১৯৭৩ সালের ফেব্রæয়ারিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা হয়েছে। আর প্রতিষ্ঠার পর কমিশনের ওপর যে কয়েকটি দায়িত্ব ছিল তার মধ্যে একটি ছিল পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সোসাইটি অব নিউক্লিয়ার বাংলাদেশ অত্যন্ত ভুমিকা রাখবে বলে আমি মনে করি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. শামিম মমতাজ ফেরদউসি বেগম বলেন, বিগত তিন বছর করোনা মহামারির ক্রান্তিকাল অতিক্রম করে আজ আমরা অকুতোভয়। করোনা আমাদের কাছে পরাজিত। সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ বিজ্ঞান ও চিকিৎসা সেবায় একটি সুপরিচিত নাম। আমাদের এই সংগঠন চিকিৎসা বিজ্ঞানের উৎকর্স সাধনে অবিরাম কাজ করে যাচ্ছে। নিউক্লিয়ার মেডিসিনকে প্রসারিত করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অশোক কুমার পাল বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশকে চিন্তা করা যায় না। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুকে জানতে হলে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। তার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের অর্থনৈতিক মুক্তিসহ বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সাদিয়া সুলতানা বলেন, এদেশের মানুষের প্রতি আমরা অঙ্গিকারাবদ্ধ। নিউক্লিয়ার মেডিসিন শান্তির জন্য পরমানু শক্তি ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও পরমাণু শক্তি কমিশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিন ইন্সটিটিউট সমুহ এবং ন্যাশনাল ইন্সটিটিউটটি সারাদেশে স্বল্পমূল্যে পরমাণু চিকিৎসা সেবা দান করে যাচ্ছে।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. বি কে বোস বলেন, আমি ১৯৯৪ সালে দেশের প্রত্যন্ত অঞ্চল দিনাজপুরে নিউক্লিয়ার মেডিসিন ইন্সটিটিউটে যোগদান করি। আজ থেকে ২৯ বছর আগে আমরা শুরু করেছিলাম ল্যাক্টিনিয়ার স্ক্যানার দিয়ে। আজকে বাংলাদেশের অগ্রযাত্রায় এখানে স্পেক্ট, স্পেক্টসিটি, ডুয়েল স্পেক্ট, থাইরোয়েট ক্যান্সার, ক্যান্সার থেরাপির মত মেশিন সংযোজন করতে পেরেছি। একমাত্র পেটসিটি মেশিন ছাড়া বর্তমানে সব আধুনিক মেশিন রয়েছে আমাদের এখানে।
আলোচনা শেষে চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশ পক্ষে থেকে পাঁচ গুণিব্যক্তি- ডা. আমাতুন নূর (মরনোত্তর), প্রফেসর ডা. ফরিদুল আলম, প্রফেসর ডা. সুফিয়া ইয়াসমিন, প্রফেসর ডা. এসএম মইনুল ইসলাম ও প্রফেসর ডা. মহফিজুল হক খানকে আজীবন সম্মাননা এবং নিউক্লিয়ার মেডিসিনের সেবা ও গবেষণা কাজে বিশেষ অবদানের জন্য ডা. আফরোজা নাজনীনকে তরুণ বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হয়।
দিনব্যাপী জাতীয় সম্মেলনে দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটুসহ সারাদেশের নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সের পরিচালকগণ, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সম্মেলনটি প্রাণবন্ত সঞ্চালনা করেন নিনমাস এর সহকারী অধ্যাপক ডা. তপতী মন্ডল।
Leave a Reply