মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫

পীরগঞ্জে জাল দলিলে এক আদিবাসীর জমি দখলের চেষ্টা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া এক আদিবাসীর ৯০ শতাংশ ভোগ দখলীয় জমি জাল দলিলের মাধ্যমে বলপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের আদিবাসী পল্লী দানিশনগর গ্রামে ঘটেছে।
অভিযোগে জানা গেছে , দানিশনগর গ্রামের মৃত জয় নারায়ণের পুত্র রতিশ রাজপুত পৈত্রিক সূত্রে পাওয়া সিএস ও এসএ খতিয়ান মুলে ছিলিমপুর মৌজায় ৮৪ শতক জমি প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসছিল। রতিশ রাজপুতের পিতা জয় নারায়ণ বেঁচে থাকা কালীন সময়ে ওই জমি একই ইউনিয়নের হাজিপুর গ্রামের জনৈক আব্দুল লতিফ মিয়া বন্ধক সূত্রে চাষাবাদ করতেন। এরই সুবাদে আব্দুল লতিফ মিয়া কৌশলে ৯০ শতক জমিই নিজ নামে একটি জাল দলিল সম্পাদন করেন। পরবর্তীতে জয় নারায়ণ মারা গেলে রতিশ রাজপুতের ভোগদখলে থাকা জমিটি আব্দুল লতিফ বর্তমান রেকর্ড ও দলিলমূলে নিজের দাবি করেন। এ বিষয়ে রতিশ রাজপুত জানান, তার বাবা জয় নারায়ণ কখনই স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ছিলেন না। অথচ উক্ত দলিলে স্বাক্ষর দেয়া হয়েছে। তাছাড়া দলিলটি বিধি সম্মত না হওয়ায় বারবার অনুমোদনের আবেদন করেও ব্যর্থ হয়।
এ ব্যাপারে রংপুর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছে রতিশ রাজপুত। এদিকে কৌশলী আব্দুল লতিফ অবস্থা বেগতিক দেখে রতিশ রাজপুতের আপন কাকী রাইচ মনি’র নিকট বায়না সূত্রে উক্ত জমি বিক্রি করে দিলেও জমিটি রতিশ রাজপুতের দখলেই ছিল। স¤প্রতি রাইচ মনি কুলিয়ে উঠতে না পেরে একই ইউনিয়নের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘জলাইডাঙ্গা দারুল হাদিস ফোরকানিয়া মাদ্রাসা’র নামে বায়না সূত্রে জমিটি বিক্রি করে দেয়।
গত শক্রবার মাদ্রাসা কর্তৃপক্ষের কয়েক’শ লোকজন আকষ্মিকভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই ৯০ শতাংশ জমি বলপূর্বক দখল দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। অসহায় রতিশ রাজপুত কোন দ্ব›েদ্ব না জড়িয়ে এলাকার গন্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট ধর্ণা দিচ্ছেন।
এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না ঘটে, সে জন্য উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com