জিন্নাত হোসেন।-‘‘শিক্ষার সাথে সংস্কৃতির নান্দনিক বিকাশে হোক সমৃদ্ধ সমাজ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা আর্চ ডায়োসিস এর আর্চবিশপ বিজয় এন.ডি’ ক্রুজ ওএমআই।
২০ মার্চ (সোমবার) সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা (সিএসসি)-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা আর্চ ডায়োসিস এর আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড এর সভাপতি বিজয় এন.ডি’ ক্রুজ ওএমআই বলেন, আমরা ছাত্র/ছাত্রীদের নীতি-নৈতিকতা, শিক্ষা-দীক্ষা শৃঙ্খলা ও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে-মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা ও সহমর্মিতা এবং দেশপ্রেমের মতো গুণাবলিতে সমৃদ্ধ হয়ে আলোকিত মানুষ তৈরী করা। তিনি বলেন, পাপকে, অসত্যকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। প্রতিটি মানুষকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। মানুষকে অসম্মান করলে সৃষ্টিকর্তাকে অসম্মান করা হবে। আমরা সার্বজনীন সম্প্রীতি প্রতিষ্ঠা করতে ধনী-গরীব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়েই এক সাথে পথ চলতে চাই। এ লক্ষ্য নিয়েই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ধর্ম প্রদেশের বিসপ ড. সেবাস্টিয়ান টুডু ও ঢাকা আর্চ এর ফাদার যোসেফ গমেজ ওএমআই।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের নৃত্যের মাধ্যমে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনা শেষে তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ইংরেজী ছড়া আবৃত্তি, ছড়া গান, নৃত্য, সংগীত, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গীতি নাট্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply