সোহেল রশিদ।- সরকারী উদ্যোগে হাট-বাজারে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ৩৩% মূল্য সহায়তা দিয়ে আলু ক্রয়, সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণসহ আলুর ন্যায্য মূল্যের দাবিতে কৃষি মন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়ে কৃষক সংগ্রাম পরিষদ।
আজ সংগঠনটির নেতৃবৃন্দ আলুর ন্যার্য্য মূল্যসহ জ্বালানি তেলসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের সহজ শর্তে বিনাসুদে ঋণ প্রদান, হিমাগার ভাড়া কমানো, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও গ্রাম-শহরে রেশনিং চালুর দাবিতে রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। রংপুরের জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্য সুভাষ রায়, শফিকুল ইসলাম, হোসেন আলী, সানজিদা আক্তার, সবুজ রায় প্রমুখ। স্মারকলিপিতে কৃষি ও কৃষক রক্ষায় আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ ৭ দফা বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রীর নিকট দাবি জানানো হয়।
Leave a Reply