মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

পীরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রমের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-  এখন পণ্য ক্রয় করতে আর নগদ টাকার প্রয়োজন হবেনা। শুধুমাত্র একটা ব্যাংকের অ্যাপ থাকলেই যথেষ্ট। অ্যাপে বাংলা কিউ আর কোডের মাধ্যমে সব ব্যাংকের গ্রাহক পণ্যেও মূল্য পরিশোধ করতে পারবেন।

২০ মার্চ /২৩খ্রি:  সোমবার   রংপুরের পীরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ দিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইসলামী ব্যাংক লিঃপীরগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রচারণার একযোগে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

অনুষ্ঠানে জানানো হয় এত দিন একটি ব্যাংকের কিউ আর কোডে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহক পেমেন্ট করতে পারতো। এখন এক ব্যাংকের কিউ আর কোড থাকলে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন  গ্রাহকরা।
জানা গেছে  প্রথম পর্যায়ে ১০টি ব্যাংক এ কার্যক্রমে যুক্ত হবে এবং দেশব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠানও  এ সঙ্গে যুক্ত থাকবে। বাংলা কিউ আর কোডে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এ উদ্যোগে যে সব ব্যাংক যুক্ত হয়েছে  এগুলো হলো- ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক। এ ছাড়া এম এফ এস প্রতিষ্ঠান বিকাশ, এম ক্যাশ, রকেট ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টার কার্ড, ভিসা ও অ্যামেক্স এ সেবায় যুক্ত হয়েছে।

আরো জানা গেছে, ইতোমধ্যে বাংলা কিউ আর কোডের মাধ্যমে চা-দোকান, হোটেল, মুদি দোকান, মুচিসহ ভাসমান বিক্রেতাদের কিউ আর কোড সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা বিল পরিশোধ করছেন গ্রাহক। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় শ্রমনির্ভর অতিক্ষুদ্র ভাসমান উদ্যোক্তা (চা বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা), বিভিন্ন প্রান্তিক পেশায় (মুচি, নাপিত, হকার) নিয়োজিত সেবা প্রদান কারীদেও বিল গ্রহণ পদ্ধতিকে ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক করার উদ্দেশ্যে ব্যক্তিক রিটেইল হিসাব খোলা হচ্ছে। এ হিসাবের মাধ্যমে যে সব ব্যবসায়ী, তাঁদেও ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করবেন, তারা মাইক্রো-মার্চেন্ট হিসেবে গণ্য হবেন বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আ’লীগের সভাপতি (ভারঃ) অধ্যাপক নুরুল আমীন রাজা, ইসলামী ব্যাংক লিঃ পীরগঞ্জ শাখার ব্যস্থাপক সৈয়দ আব্বাস হোসেন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com