সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় পানির স্তর নিচে নেমে গেছে, শুকিয়ে গেছে নদী। নলকূপে পানি নেই, বৈদ্যুতিক মটরগুলো ঠিক মত কাজ করছে না।
ফাল্গুন মাস থেকে এই অঞ্চলে পানির স্তর নিচে নামছে! চৈত্রমাসে নলকূপগুলো পানি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। বৈশাখ মাসে উপজেলা সদরসহ পাড়া গায়ের নলকূপগুলোতে পানি উঠছে না।এবার মধ্য বৈশাখে বিল-ঝিল,নদী শুকিয়ে গেছে। বৈদ্যুতিক মটরগুলো ঠিক মত কাজ করছে না।
পীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আঁখিরা নদী। গত বছর এই নদীর গভীরতা বাড়তে পলি অপসারণ করা হলেও, এ বছর সময় মত বৃষ্টি না হওয়ায় নদীতে চরে বেড়াচ্ছে ছাগল!
আশাংকা করা হচ্ছে, দ্রুত বৃষ্টি না না হলে নিকট ভবিষ্যতে সংকট আরো প্রকট হয়ে উঠতে পারে।
Leave a Reply