বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ও দিনাজপুর শিক্ষাবোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের উদ্যোগে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
২৫ জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বছরের ন্যায় ২০২৩ ইং সালে প্রকাশিত “মেধা বিকাশ আদর্শ’২০২৩” নামে বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন, বিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপস্থিত ছিলেন বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, গংগাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আদর্শ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply