রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

কাহারোলে গণসমাবেশ ও ঈদ পুণর্মিলনীতে বরদা ভূষণ রায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনী অঙ্গীকার যতগুলো ছিল সবই পূরণ করেছে আওয়ামী লীগ সরকার। এখন স্মার্ট বাংলাদেশ তৈরির যে অঙ্গীকার সেটিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৭ জুলাই) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল মোড়ে সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক গণসমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ গ্রামের ঐতিহ্য বজায় রেখে শহরের সমস্ত সুযোগ সুবিধা গ্রামে পাওযা যাচ্ছে। ঘরে ঘরে সরকারি-বেসরকারি সমস্ত কাজকর্ম আজ ইন্টারনেটে করা সম্ভব হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বরদা ভূষণ আরো বলেন, অর্থনৈতিক সামাজিক ভৌগোলিক সহ সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ তৈরি হবে।

কাহারোল উপজেলা কৃষকলীগের সহ সভাপতি উম্মে জহরত সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ডাবোর ইউনিয়ন আ্ওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, কাহারোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, কাহারোলের সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রণজিত কুমার রায় মিরু, রামচন্দ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিরঞ্জণ রায়, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান রুবেল, আলমগীর হোসেন টুটুল, মঞ্জুর হোসেন রুমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com