ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চিত্রা রানী (৪০) নামের এক গৃহবধূকে শ্লীলতাহানির পর ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করেছে তার স্বামী সুরজিত রঞ্জন অধিকারী।
বুধবার (৯ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায় ওই চিত্রা রানীকে। একই সঙ্গে তার স্বামী সুরজিত রঞ্জন অধিকারীও (৪৫) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর শহরতলীর উত্তর কাজীবাড়ী সন্তোলা গ্রামের মৃত জগদীস চন্দ্র অধিকারীর ছেলে সুরজিত রঞ্জন অধিকারীর সঙ্গে তারই আপন ভাই প্রভাত রঞ্জন অধিকারী ও হৃদয় রঞ্জন অধিকারীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে প্রভাত ও হৃদয় তাদের লোকজন নিয়ে সুরজিত রঞ্জন অধিকারীর পরিবারে হামলা চালায়। এসময় সুরজিতের স্ত্রী চিত্রা রানীকে টেনে হিঁচড়ে শ্লীলতাহানি করে এবং ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে যখম করতে থাকে। এছাড়াও তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। ওই সময়ে সুরজিত তার স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। এরই মধ্যে স্থানীয়রা চিত্রা রানী ও সুরজিতকে আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি সুরজিত রঞ্জন অধিকারী বলেন, তফসিলের অংশসূত্রে আমার নামীয় ৮ শতক জমি রয়েছে। এর মধ্যে ৬ শতক জমি জোরপুর্বক দখলে নেয় অন্যান্য ভাইয়েরা। এ জমিটি উদ্ধারের চেষ্টা করা হলেও তারা আমার পরিবারের ওপর হামলা করে। বিদ্যমান পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত প্রভাত রঞ্জন অধিকারী ও হৃদয় রঞ্জন অধিকারীর সঙ্গে যোগোযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply