নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- “আত্ন-নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আদিবাসী তরুণরাই মূল শক্তি” এ প্রতি পাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার ৯ আগষ্ট দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে ও-ই অনুষ্ঠানে নবাবগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি লিঃ এর উপদেষ্টা রাজু হেমব্রমের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃিতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিবলী সাদিক এর পক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান(মানিক),যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম আলী সবুজ,
সমাজ সেবক- আদরী মারান্ডী।
আরো বক্তব্য রাখেন-অবঃ সেনা সদস্য দানেজ হেম্ব্রম,সমাজ সেবক বাসিল কিস্কু, জগেশ টপ্য,কবি ও প্রাবান্ধিক স্বপন এককা।অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব সংগঠন- ফিলিমন হেম্ব্রম।উল্লেখ্য-দেশে সংখ্যালঘু জাতিসত্তার জীবনধারা,মৌলিক মানবাধিকার, ভাষা ও সাংস্কৃতি,আত্ননিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সদস্য রাস্ট্র,জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়,নাগরিক সমাজ,গণমাধ্যম, সংখ্যাগরিষ্ঠ জনগণ সবাই আরো বেশি সচেতন হবেন,সংবেদনশীল হবেন।এটিই এই দিবস উদযাপনের মূল লক্ষ্য বলে বক্তারা বলেন।
Leave a Reply