পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ আরও ৬০ টি ঘর প্রদান করা হয়েছে। সেই সাথে পার্বতীপুর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। এ উপলক্ষে পার্বতীপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। আরও উপস্থিত ছিলেন,পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল,সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের মানুষ।
জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ‘ক’ শ্রেণির ৭৮৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্নবাসনের আওতায় এসেছে।
Leave a Reply