ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে হাঁস ধরতে গিয়ে সাহিদা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হযেছে।শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর (হাজীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানায়, ওই সময় সাহিদা বেগমের পালিত হাঁস একটি পুকুর বেড়াচ্ছিল। এই হাঁস ধরতে পুকুরে নামেন তিনি । এরই মধ্যে পুকুরের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হয় তার। এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর আলী বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে সবাইকে সচেতন থাকা দরকার।
Leave a Reply