রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকায় জুয়া খেলার টাকা নয়ে ঝগড়ার জেরে মনোয়ারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামী আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজত খানায় নেয়া হয়।
আদালত ও মামলার বিবরণে জানাগেছে, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর তারিখে রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লায় একটি নির্মানাধীন বাড়িতে বসে জুয়া খেলার সময় টাকা নিয়ে আসামী আব্দুর রহিম পিতা কফিল উদ্দিন বাড়ি লালমসজিদ মুন্সিপাড়া থানা মেট্রোপলিটান কোতয়ালী থানার সাথে একই মহল্লার মনোয়ারুল ইসলাম পিতা আশেক আলীর কথা কাটাকাটি ও ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আসামী আব্দাুর রহিম উপযুপরি ভিকটিম মনোয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন নিহত মনোয়ারুল ইসলামের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আসামী আব্দুর রহিমের নাম সহ আরো ৩/৪ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছিলো। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা কালে সে পুলিশের কাছে ভিকটিম মনোয়ারুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামী আব্দুর রহিম আদালতে ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। সেখানে সে মনোয়ারুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে পুলিশ তদন্ত শেষে আসামী আব্দুর রহিমের নামে আদালতে চাির্জসীট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী আব্দুর রহিমকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, আলোচিত খুনের মামলায় বাদী পক্ষে সন্দেহাতীত ভাবে আসামী আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমান করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবি আব্দুর রশীদ চৌধুরী বলেন, তার মক্কেল ন্যায় বিচার পায়নি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন|
Leave a Reply