বজ্রকথা প্রতিনিধি।– কেন্দ্রীয় কমর্সূচীর সাথে সংগতি রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। সভায় উপস্থিত ছিলেন চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম সাদেক, বড়দরগাহ্ ইউপি চেয়ারম্যান মাফি আক্তার শীলা, কুমেদপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, মদনখালী ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মনজু, টুকুরিয়া ইউ পি চেয়ারম্যান আতাউর রহমান, বড় আলমপুর ইউপি চেয়ারম্যান , হাফিজুর রহমান সেলিম, রায়পুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, শানেরহাট ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, রামনাথপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়েছে ১৭,১৮ ও ১৯ সেপ্টেম্বর ৩দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে, এ ছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে পৃথক পৃথক স্টল ও মেলা চলাকালীন সময়ে সেবা প্রদান করা হবে।
Leave a Reply