পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জটিল রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসা সেবার আর্থিক চেক বিতরন করা হয়েছে। (৫ অক্টোবর) বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা মিলনায়তনে এই চেক বিতরন করা হয়।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে ৮০ জনের মধ্যে ৪০ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।
Leave a Reply