দিনাজপুর থেকে নিজস্ব প্রতিবেদক।- জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা শ্রমিক লীগ। এছাড়াও বর্ণাঢ্য র্যালী ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনের নেতাকর্মীরা।
১২ অক্টোবর দিবসটি উপলক্ষে সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দিনাজপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এরপর সকাল সাড়ে ১০টায় শহরের সিএসডি গোডাউন সংলগ্ন জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনের সকল নেতাকর্মী।
এর আগে প্রিয় সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের সিএসডি গোডাউন সংলগ্ন জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে দিনাজপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মো. নুর ইসলাম, শামীম আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মঞ্জুরুল হাসান সানুসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বকুলসহ সকল শ্রমিক লীগের সকল কমিটির নেতাকর্মীরা।
এর আগে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৭টায় শহরের সিএসডি গোডাউন সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
Leave a Reply