শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে দাতা ও গ্রহীতার মৃত্যুর পর জাল দলিল 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫০ বার পঠিত
নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায়
দাতা ও গ্রহীতার মৃত্যুর ৭ এবং ৩ বছর পর জাল দলিল সৃষ্টি করে ভয়- ভীতি ও হুমকি দিয়ে ৪৬ শতক জমি ভোগ- দখলের অপচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের  হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনায় ফাতেমা বেগম(৬০) স্বামী মৃতঃ মোজাহার আলী,ছাদেকুন নাহার(৫৮)স্বামী মৃতঃ মোকলেছুর রহমান ও দৌলতুন নেছা(৫৬) স্বামী কাজেম চৌধুরী সর্ব পিতা মৃতঃ আয়েজ উদ্দিন মন্ডল।বিবাদীরা ৩ বোন বর্তমানে স্বামীর বিভিন্ন ঠিকানায় বসবাস করছে।বিবাদীগনের পিতা আয়েজউদ্দিন তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলো এবং ১৯৭১ ইং সালে মুক্তি যোদ্ধারা তাকে হত্যা করে।অপর দিকে অত্র মামলার বাদী আঃ সোবহান সহ ১ ও ২ নং সাক্ষীর পিতা মোহাম্মদ আলী ফকির অসুস্থার কারনে ২৮-১১-৬৭ ইং মৃত্যু বরণ করেন।এদিকে ২৭-০১-১৯৬৪ ইং সালে ৪৩৩ নং দলিল মূলে বাদী মোঃ আঃ সোবহান ও তার আপন ২ ভাই অত্র মামলার ১ ও ২ নং সাক্ষী এ জনে মিলে অপর ভাই মোঃ মনসুর রহমানের নিকট হতে গঙ্গাপুর মৌজায় ২৫ নং খতিয়ানের,১৪৩ দাগে, ৪৬ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে।বিবাদীগণ (১,২ ও ৩ নং পরস্পর যোগসাজশে তাদের মৃতঃ পিতা আয়েজ উদ্দিন মন্ডল এর নামে ১০-০৭-১৯৭৪ ইং তারিখে ১৪৭৭৪ নং ১ টি জাল দলিল সৃষ্টি করে।বাদী ও তার ভ্রাতাদ্বয় বিষয়টি অবগত হলে ০২-১০-২০২৩ ইং তারিখে একটি শালিস বৈঠক ডাকে।শালিসে বিবাদীগনের দেখানো একটি দলিলের ফটো কপিতে থাকা দলিল নাম্বার ১৪৭৭৪, তারিখ ১০-০৭-১৯৭৪ ইং এর সূত্র ধরে গত ২৩-০৮-২০২২ ইং দিনাজপুর সদর সাব- রেজিস্ট্রী অফিস হতে জাবেদা নকল উত্তোলন করে দেখেন যে,দলিল নাম্বার এবং তারিখ ঠিক থাকলেও দাতা গ্রহীতা ও জমির শ্রেণী ভিন্ন রুপ। এমতাবস্থায় বিবাদীদের উল্লেখিত দলিল সম্পুর্ন জাল, ভুয়া ও আত্মসাতের উদ্দেশ্যে সৃষ্টি করা।বাদী পক্ষ সহজ সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যাক্তি হওয়ায় বিষয়টি নিয়ে থানার সরণাপন্ন হলে পুলিশ বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পরামর্শ প্রদান করে।বাধ্য হয়ে বর্নিত ৩ বোন সহ তাদের লাঠিয়াল হিসেবে দিনাজপুরের ফুলবাড়ি থানার দলদলিয়া সংকরপুর গ্রামের আরো ২ জনকে বিবাদী করে মোঃ আঃ সোবহান ফকির বাদী হয়ে গত ০৮-১০-২৩ ইং তারিখে জেলা দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিঃ আমলী আদালত, ফুলবাড়ী দঃ বিঃ আইনের ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬/৩৪ ধারামতে মামলা দায়ের করে, যার নং-পি/২০২৩। এব্যাপারে ৫ নং বিবাদী জার্জিস পিতা জাকারিয়া কে মুঠো  ফোনে জিজ্ঞেস করলে সে জানায় মামলার বিষয়ে কোর্টের কোন সমন/নোটিশ পাইনি তাই কিছু বলতে পারবো না।জাল দলিল সৃষ্টিকারী ও সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন জরুরী বলে এলাকার সচেতন মহলের দাবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com