রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

পীরগঞ্জে  এখনো আগের দামেই আলু বিক্রী হচ্ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।–রংপুরের পীরগঞ্জে আলু নিয়ে কারসাজি চলছে।হিমাগারগুলোতে পর্যাপ্ত আলু থাকলেও খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা সরকারের বেধে দেওয়া মুল্যে আলু কেনার সুযোগ পাচ্ছে না।

আলুর মজুদদারগণ খুচরা পর্যায়ের ক্রেতাদের পাত্তা দিচ্ছেন না। মাজুদদারগণ খাওয়ার আলু ২৭টাকায় বিক্রী করতে নারাজ!

মজুদদাররা  হিমাগার থেকে আলু রেব করে চড়া মুনাফায় আলু  রপ্তানী করছে  বিভিন্ন জেলায়।

এই কারসাজির কারণে খুচরা পর্যায়ে কমদামে আলু মিলছে না স্থানীয় বাজারে।পীরগঞ্জ পৌর বাজার ঘুরে দেখা গেছে, শীল আলু বিক্রী হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকায়। স্টিক ও ডায়মন্ড আলু বিক্রী হচ্ছে প্রতি কেজি ৫০ টাকার উপরে।

৪ নভেম্বর/২৩খ্রি: শানিবার পীরগঞ্জ উপজেলার  ২টি হিমাগারে গিয়ে ব্যবসায়ীদের কারসাজির বিষয়টি আমাদের কাছে ষ্পষ্ট হয়েছে।

কৃষি কল হিমাগারে এখানো খাওয়ার আলো রয়েছে ৬০৮ মেঃটন। বীজ আলু রয়েছে ৫১০ মেঃ টন।

হিমাগার কর্তৃপক্ষ বলছে তারা হিমাগারের ভাড়া বুঝে নিয়ে   আলুর   মালিককে  রশিদমুলে আলু বুঝিয়ে দিচ্ছেন। আলুর মালিক কী দামে আলু বিক্রী করছে সেটা তাদের জানা নেই।

কৃষি কলের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বজ্রকথাকে জানিয়েছেন, তাদের হিমাগারে খাওয়ার জন্য   স্টিক ও ডায়মন্ড আলু মজুদ রয়েছে। বীজ হিসেবে রয়েছে শীল,জাম, লাল পাকরি আলু।

অপরদিকে পীরগঞ্জ কোল্ড স্টোরেজ ওপিসি’র কর্তারা বলেছেন তাদের স্টোরে খাবার আলু নেই। এখন যা আছে সব বীজ আলু।এই হিমাগারে বর্তমানে বীজ আলুর মজুদ আছে ৪৯ হাজার ৫০৫ বস্তা।

ছবি-তৌহিদ মারজু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com