বজ্রকথা প্রতিনিধি।– আগামী কাল ১৫ নভেম্বর/২৩ খ্রি: বুধবার বিকাল ৩ ঘটিকার সময় পীরগঞ্জের পাঁচগাছী ইউনিয়নের সাহাপুর মহাবন বৌদ্ধ বিহারে ২৭তম শুভ সংঘ দানোৎসব ও ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, আওমীলীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিনয় চন্দ্র বর্ম্মন, ইউপি সদস্য নুরুন্নবী মিয়া, নিজেরা করি সংস্থার প্রতিনিধি শংকর দাস, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ শানেরহাটের সভাপতি স্বপন কুমার রায়, পুজা উদযাপন কমিটি পীরগঞ্জের সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র মহন্ত, সমাজ সেবক বিশ্রাম খালকো, মিঃ শ্যামল মিনজি প্রমুখ।
সভাপতিত্ব করবেন ভদন্ত শ্রীমৎ শীলভদ্র মহাস্থিবর, অধ্যক্ষ কুমিল্লা নব শালবন ময়নামতি বৌদ্বি বিহার।
বৌদ্ধ ধর্মীয় কৃর্তন পরিচালনা করবেন, সুমী খালকো।
Leave a Reply