গাইবান্ধা থেকে নিজস্ব প্রতিনিধি।- উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দসহ বিশেষ বরাদ্দের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।
বৃহস্পতিবার (৬ জুন) শহরে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক নেতা জাহিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন – সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু, কৃষক ফ্রন্টের জেলা সংগঠক চপল সরকার, ওয়ারেছ মন্ডল রাংগা, কৃষ্ণ চন্দ্র পাল, সবুজ মিয়া প্রমুখ।
Leave a Reply