রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে ক্ষত্রিয় সমিতির পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন করা হয়। গতকাল সোমবার দুপুর ২ টায় নগরীর সেন্টাল রোডস্থ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে স্বর্গিয় রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৯ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভায় এ্যাড. ধিরেন্দ্রনায় বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার বাবু দুর্লভ চন্দ্র বর্মন, নীলফামারী জেলার বাবু যোগেন্দ্র নাথ রায়, পীরগাছা উপজেলার বাবু সুধর কুমার রায়, পীরগঞ্জ উপজেলার বাবু হীরা লাল বর্মন, রংপুর জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিজন কুমার রায়, রংপুর জেলার বাবু অবিনাষ চন্দ্র রায়। সভা পরিচালনা করেন অধ্যাপক বিমল চন্দ্র রায়। আলোচনা শেষে প্রোসাদ বিতরণ করা হয়।
Leave a Reply