পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের মহিলা সংবাদ পত্র হকার আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু বরন করেন। মৃত কালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পার্বতীপুর পৌরসভা এলাকার পুরাতন বাজারের অধিবাসী আনোয়ারা বেগম দীর্ঘ দিন ধরে সংবাদ পত্র হকারী করে জীবিকা নির্বাহ করতেন। মহিলা সংবাদ পত্র হকার হিসেবে তিনি সর্ব মহলেই পরিচিত ছিলেন। মৃত কালে তিনি এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply