বজ্রকথা প্রতিনিধি।- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুরের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে ১৫টি ইউনিয়নে ৯৭টি পুজা মন্ডপে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক মন্দিরের সভাপতি/সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন।
৫ অক্টোবর শনিবার বিকালে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ এর সভাপতিত্বে এ উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহীনুজ্জামান শাহিন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চন্দ্র, সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র পাল, পুজা পরিষদের নেতা নিরঞ্জন চন্দ্র, রণজিত কুমার, সুধীর চন্দ্র প্রমুখ।
সভায় বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বিএনপি সকল ধর্মমতের মানুষদের অধীকার রক্ষায় দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। অভিষ্যতেও করবে। তিনি বলেন, পুজা করুন আনন্দে বিএনপির নেতা কর্মীরা পাশে আছে। পরে তিনি পীরগঞ্জ উপজেলা ৯৭ পুজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন।
Leave a Reply