বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে আবারও   ভারব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী ওয়াহিদুন নবী সালামী’র ইন্তেকাল পার্বতীপুর সমিতি ঢাকা’র কমিটি গঠিত প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে এশিউর গ্রুপ সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি  ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ওভারব্রিজের দাবীতে পীরগঞ্জে মহাসড়ক অবরোধ  জুলাই-আগস্ট বিপ্লবে হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: স্নিগ্ধ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পীরগঞ্জে মাল্টা গাছ কর্তন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক ব্যাক্তির মাল্টা ও লেবুর প্রায় দুইশতাধিক গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষ। ঘঁনাটি বুধবার গভীর রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটেছে।
জানা গেছে আজমপুর গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে আতিয়ার ও মশিউর রহমান ২০১৮ সালে একই মৌজার ৯৪৩ দাগে ৩৫ শতাংশ জমি বিক্রি করেন ওই গ্রামের শ্রীরাম কৈলাস চন্দ্রের দুই ছেলে শ্রী শ্যামল ও রবিন চন্দ্র এর কাছে। ক্রয়কৃত সম্পত্তিতে ফলের বাগান গড়ে তোলেন তারা। অপর দিকে হবিবার রহমানের কন্যা শরিফা বেগম তার নামে দাবি করে জোর পূর্বক ভাবে শতাধিক ফলসহ মাল্টার গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
ভুক্তভোগী চাষি শ্রীরাম কৈলাস এর সাথে কথা হলে তিনি বলেন, আমার দুই ছেলের কাছে উল্লেখিত একই দাগে মৃত হবিবার রহমানের দুই ছেলে আতিয়ার রহমান এবং মশিউর রহমান দিক উল্লেখ করে জমি বিক্রি করেন। আমরা ওই জমিতে মাল্টা এবং লেবুর বাগান তৈরি করি। বাগানের প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছে, সেই গাছ শরিফা ও তার স্বামী মাহাবুব রহমান আমার বাড়ির সিসি ক্যামেরার লাইনের তার কেটে দিয়ে বাগানের গাছ কেটে বাড়ি নিয়ে যায়।
এদিকে শরিফা বেগম ও তার স্বামী মাহবুব রহমান গাছকাটার বিষয়ে কথা হলে তিনি বলেন,আমার বাবা আমাকে ১৯শতক জমি দলিল করে দিয়েছে। সেই হিসেবে মালটার গাছ গুলো কেটে ফেলি। আমরা কেন মানুষের জমির গাছ কাটতে যাবো।

এ ব্যাপারে কাবিলপুর ইউপির বিট অফিসার এস আই মমতাছের হাসান মাসুম জানান, উক্ত জমির বিষয়ে রবীন চন্দ্র আদালতে মামলা দিয়েছে এবং বিজ্ঞআদালত জমিটির উপর ১৪৪ ধারা জারি করেছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com