মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

পীরগঞ্জে জামায়াতের অফিস উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মত বিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতি‌নি‌ধি।-  ১৫ অক্টোবর/২৪ খ্রি: মঙ্গলবার   জামায়াতে ইসলামী বাংলাদেশ  পীরগঞ্জ শাখার   অফিসের উদ্বোধন করা হয়েছে।

এদিন বাদ জোহর অফিস উদ্বোধন শেষে  সাংবা‌দিকদের সাথে মত‌বি‌নিময় করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। পীরগঞ্জ  উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক একে এম মওলানা ইদ্রীস আলীর সভাপ‌তিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যপক  নুরুল আমীন।উপজেলা জামায়াতের নায়েবে আমীর খায়রুল আজম বিএস‌সি,মি‌ঠিপুর ইউনিয়ন জামায়াতের আমীর খায়রুল আমীন বিএস‌সি, ছাত্র শি‌বিরের পীরগঞ্জ উপজেলার পুর্বাঞ্চল শাখার সভাপ‌তি রা‌কিব হাসান,পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ মো: সাদা মিয়া, বজ্রকথা প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা।

এ সময় জামায়াত নেতারা উপ‌স্থিত সাংবা‌দিকদের সা‌র্বিক সহযো‌গিতা কামনা করেন। পীরগঞ্জ উপজেলাকে ঘুষ দুর্নী‌তি মুক্ত করে উন্নত পীরগঞ্জ গড়তে সাংবা‌দিকের মাধ‌্যমে উপজেলাবাসীর স‌হোযো‌গিতা চান।

মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছিলেন, সমকাল প‌ত্রিকার উপজেলা প্রতি‌নি‌ধি মাজহারুল ইসলাম মিলন, সংবাদের সরওয়ার জাহান, কালবেলার আকতারুজ্জামান রানা, কালের কন্ঠ’র পীরগঞ্জ প্রতি‌নি‌ধি সাংবা‌দিক শাহ্ মো: রেজাউল ক‌রিম, মানব জ‌মিনের আনজারুল হক, দিনকালের বখ‌তিয়ার রহমান, জ্যেষ্ঠ সাংবা‌দিক আব্দুলল্লাহীল বাকী বাবলু, আমার সংবাদের আব্দুল ক‌রিম সরকার, নয়া দিগন্তের প্রতি‌নি‌ধি আব্দুল হা‌কিম ডা‌লিম, আজকের দর্পণ পত্রিকার মশ‌ফিকুর রহমান পল্টনসহ বি‌ভিন্ন ইলেক‌ট্রিক ও প্রিন্ট মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিকগণ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com