মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

কামাল স্যার ক্যাডেট ও একাডেমিক কোচিং এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি থেকে মোঃ ইউসুফ আলী।-১ নভেম্বর-২০২৪ দিনাজপুর শহরের ঘাসিপাড়া বটতলা মোড়স্থ কামাল স্যার ক্যাডেট ও একাডেমিক কোচিং এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মোঃ কামাল আহমেদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পূর্বে তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য বলেন, সুশিক্ষা ছাড়া কখনও কোন ব্যক্তি বা রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রচেষ্টা, শিক্ষকদের নিরলস শ্রম ও সার্বক্ষনিক তত্ত¡াবধান শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধার সর্বোত্তম বিকাশকে সম্ভব করে তোলে। আধুনিক মানসম্মত শিক্ষা সেবার অঙ্গীকার নিয়ে ২০২৫ সালের স্পেশাল ক্যাডেট এবং একাডেমিক ব্যাচে ভর্তি ও ক্লাশ শুরু করছে ‘কামাল স্যার ক্যাডেট ও একাডেমিক কোর্চিং’। উক্ত ক্যাডেট ও একাডেমিক কোচিং এর ২০২৪ সালে ক্যাডেট কলেজে ২৮ জন শিক্ষার্থী সফলতার সহিত কৃতিত্ব অর্জন করে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক বৃত্তি প্রদান করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com